তুরাগ থেকে দেড় মেট্রিকটন বর্জ্য উত্তোলন

নদী পুনঃউদ্ধার ও দূষণ মুক্তকরণের বিশেষ অভিযানে তুরাগ নদ থেকে উত্তোলন করা হয়েছে প্রায় দেড় মেট্রিকটন বর্জ্য।
মঙ্গলবার নদের টঙ্গী রেল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই বর্জ্য অপসারণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
অভিযানের বিষয়ে সংস্থাটির যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন জানান, নদী দখল-দূষণ মুক্তকরণের উচ্ছেদ ও অপসারণ অভিযানের দ্বিতীয় পর্বের চতুর্থ দিনে টঙ্গী রেল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ছোট-বড় মিলিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যা নদের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল।
উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে তিনটি পাকা স্থাপনা, নয়টি আধা পাকা স্থাপনা, তিনটি সীমানা খুঁটি ও ১৫টি টিনের ঘর রয়েছে। উচ্ছেদের মধ্য দিয়ে প্রায় আধা একর তীরভূমি উদ্ধার হয়েছে বলেও তিনি জানান। এসময় দখলদারদের ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার নদের টঙ্গী রেল ব্রিজের পূর্ব পাশে পুনরায় অভিযান চালানো হবে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/কারই/জেবি)

মন্তব্য করুন