লালমনিরহাটে বিসিকের অনলাইন ডাটাবেজ নিয়ে কর্মশালা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪
অ- অ+

বিসিকের তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা কার্যক্রমের অংশ হিসেবে বিসিক লালমনিরহাট জেলার সব শিল্প প্রতিষ্ঠানের একটি অনলাইন তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরির কাজ শুরু করেছে। এর উপর বৃহস্পতিবার লালমনিরহাট বিসিক শিল্প নগরীর হলরুমে ৬০ জন শিল্প উদ্যোক্তাকে নিয়ে কর্মশালা হয়েছে।

কর্মশালায় বলা হয়, দেশের অন্যান্য জেলার মতো জেলার বিভিন্ন এলাকার শিল্পের তথ্য এক স্থান থেকে সহজে ও দ্রুত পাওয়ার সুবিধা না থাকায় স্থানীয় নতুন শিল্প উদ্যোক্তা, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থাগুলো এলাকার শিল্পায়নে তথ্য আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে নানা বিড়ম্বনার মুখোমুখি হয়, যা জেলার শিল্পায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। ফলে জেলার শিল্পায়নে গতি সঞ্চার হচ্ছে না। এ অবস্থা নিরসনে এটুআই প্রোগ্রামের সহায়তায় দেশের সব শিল্প প্রতিষ্ঠান ও কারু শিল্পগুলোকে একটি অনলাইন তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্তির জন্য জেলায় ডাটা এন্ট্রির কাজ শুরু করেছে বিসিক।

এ কর্মসূচির উদ্ভাবক বিসিকের কর্মকর্তা আব্দুস সাত্তারের পরিচালনায় কর্মশালায় বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর, লালমনিরহাট বিসিকের উপ-নিয়ন্ত্রক আব্দুস সালাম, উপ-ব্যস্থাপক আবু হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান হাবিব উপস্থিত ছিলেন।

আহসান হাবিব ঢাকা টাইমসকে জানান, এই ডাটাবেজের মাধ্যমে সঠিকভাবে ডাটা এন্ট্রির প্রক্রিয়া, এন্ট্রিকৃত শিল্পের তথ্য যাচাই প্রভৃতি বিষয়ে ধারণা দেয়া হয়। ডাটাবেজটি তৈরি হলে জেলার সব শিল্পের তথ্য এক ক্লিকে মুহূর্তে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা নতুন শিল্প স্থাপনে আগ্রহী শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং জেলার শিল্পায়ন কার্যক্রমে গতির সঞ্চার করবে।

পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলার শিল্পগুলো এ ডাটাবেজে অন্তর্ভুক্ত হবে এবং এটিই হবে দেশের শিল্প সংক্রান্ত প্রথম ডাটাবেজ।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা