গর্ভবতীদের করণীয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ‘কোর্স’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫০| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১
অ- অ+

গর্ভাবস্থায় কী করবেন মহিলারা, কেমন ব্যবহার করবেন, কি খাবেন, কী পরবেন? এ বিষয়গুলো জানাতে ডিপ্লোমা কোর্স চালু করছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়৷ এই কোর্সের নাম রাখা হয়েছে ‘গর্ভ সংস্কার’৷

লখনৌ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এই কোর্স৷ তাতেই গর্ভবতীদের জন্য বিভিন্ন সামাজিক সংস্কার শেখানো হবে৷ গর্ভবতীদের কী পোশাক পরতে হবে বা এই সময় কোন গান শুনলে মন ভাল থাকবে, সবটাই কোর্সের মধ্যে তুলে ধরা হবে৷ খবর নিউজ এইট্টিনের।

শুধু মহিলারা নন, পুরুষরাও এই কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন৷ তারাও শিখতে পারবেন এই বিশেষ ধারাগুলি যা মা হওয়ার পথে প্রয়োজনীয় হতে পারে৷

এই কোর্সটি চারটি ক্ষেত্রে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রেগন্যান্সি ডায়েট বা প্রেগন্যান্সি হেল্থ নিয়ে কাজ করতে গেলে গর্ভ সংস্কার কোর্সটি খুবই উপকারী হবে৷

উত্তরপ্রদেশের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আনন্দিবেন পটেলের নির্দেশে এমন কোর্স চালুর পরিকল্পনা করা হয়৷ কীভাবে একজন নারী যোগ্য মা হয়ে উঠতে পারবেন তা নিয়ে কিছু কোর্স শুরুর কথা বলেন রাজ্যপাল৷ তারপরই শুরু হয় গর্ভ সংস্কার৷

গর্ভ সংস্কার কোর্সটিতে মূলত ১৬টি সংস্কারমূলক কাজের কথা থাকছে৷ এর মধ্যে থাকছে ফ্যামিলি প্ল্যানিং থেকে খাদ্যগুণ যা গর্ভাবস্তায় বিশেষভাবে প্রয়োজন৷

লখনৌ বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। মানসিক ও শারীরিকভাবে খুবই সুক্ষ্ম বিষয়গুলি তুলে ধরা হচ্ছে এই কোর্সে৷ সুস্থ বাচ্চার জন্ম দিতে যা বিশেষভাবে প্রয়োজন৷

ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা