চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বির্তক প্রতিযোগিতা

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ডিবেটিং সোসাইটি (এইউডব্লিওডিস)-এর আয়োজনে এলিট পেইন্ট-এর সহযোগিতায় ‘তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের প্রত্যয়’ এই স্লোগানকে সামনে নিয়ে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১ম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বৃটিশ সংসদীয় ইংরেজি বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ অব ডিবেটরস এবং রানার আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ড.ডেভ ডোল্যান্ড।
দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগতায় ১৯টি দেশের ৬৪জন বিতার্কিকের সমন্বয়ে ৩২টি দল অংশগ্রহণ করে। বিতর্ক পর্বের ১ম দিনে ৩২টি দলের মধ্যে তর্কযুদ্ধ হয় এবং শেষ দিন সেখান থেকে নির্বাচিত ১৬ দল হতে ৮ দল, পর্যায়ক্রমে ৪ দল শ্রেষ্ঠত্বের আসীনে সমাসীন হয়। যেসব দল ফাইনাল পর্বে অংশগ্রহণ করে তারা হলো- ব্র্যাক ইউনিভার্সিটি দল ১ (নায়ারা নুর, আলিয়া ফাইরুজ), ব্র্যাক ইউনিভার্সিটি দল ২ (রিশোন ইসলাম সাজিদ হাসনাত), নর্থসাউথ ইউনিভার্সিটি (মাহতাব খন্দকার, মমতাজ রহমান মেঘা) ও ঢাকা ইউনিভার্সিটি গ্রুপ অব ডিবেটরস (শেখ রাফি আহমেদ, মেঘ মাল্লার বোস)।
বিচারকাজ পরিচালনা করেন ১৫ জন বিচারক এবং সার্বিকভাবে সহযোগিতা করেন ৩২ জন সংগঠক এবং সার্বক্ষণিক বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন ৩০০ জন দর্শক। এবারের বিতর্কে ১৯টি দেশ হতে আগত বিতার্কিকরা তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের বিষয়টি তাদের যুক্তি ও তর্কের মাধ্যমে তোলে ধরেন।
(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

মন্তব্য করুন