ভুয়া আইনজীবীর দৌরাত্ম্য বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১৪:৫৫
অ- অ+

সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারসহ সকল আইনজীবী সমিতিগুলোতে টাউট, দালাল, ভুয়া আইনজীবী ও আইনজীবী সহকারীদের মামলা গ্রহণ করাসহ যাবতীয় দৌরাত্ম্য এবং তৎপরতা বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুসারে ব্যবস্থা নিতে বার কাউন্সিলে করা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ওই আবেদন নিষ্পত্তিতে বার কাউন্সিলের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ২ ডিসেম্বর ‘বাংলাদেশের সকল আইনজীবী সমিতিগুলোতে টাউট, দালাল, ভুয়া আইনজীবী ও আইনজীবী সহকারীদের মামলা গ্রহণ করাসহ যাবতীয় দৌরাত্ম্য ও তৎপরতা বন্ধে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে’ বার কাউন্সিল সচিব বরাবরে আবেদন করে ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া। ওই আবেদন নিষ্পত্তি না করায় তিনি ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন।

ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া বলেন, আজ শুনানি নিয়ে আদালত ৬০ দিনের মধ্যে ওই আবেদন নিষ্পত্তি করতে বার কাউন্সিল সচিবকে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা পালন করে বার কাউন্সিল সচিবকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকাটাইমস/২মার্চ/এআইএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা