‘সোনালী আঁশে সোনালী দিন ফিরে আসবে’

সোনালী আঁশে সোনালী দিন ফিরে আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
শুক্রবার সকালে জাতীয় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এই প্রত্যাশার কথা জানান।
সচিব বলেন, ‘পরিবেশ দূষণরোধ ও পরিবেশ সম্পর্ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং পাটকে পরিবেশবান্ধব বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে এ র্যালি। তাই সোনালী আঁশে সোনালী দিন ফিরে আসবে এ প্রত্যাশায় শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ'- স্লোগানকে সামনে রেখে এবারের জাতীয় পাট দিবস পালিত হচ্ছে।
সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিপিও মোড় হয়ে, পল্টন ও কাকরাইল সড়ক দিয়ে ঢাকা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সওদাগর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, বিটিএমসির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামানসহ পাট অধিদপ্তর, বাংলাদেশ পাটকল করপোরেশন, জেডিপিসি, বিজেএমএ, বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশন, বিজিএসহ সারাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পাটকল কারখানার শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারীরা।
ঢাকাটাইমস/০৬মার্চ/কারই/এমআর

মন্তব্য করুন