সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ফিফা কংগ্রেস
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১৮:২৪

আগামী ৫ জুন ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ফিফার পরবর্তী কংগ্রেস অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে।
এছাড়াও আগামী ২০ মার্চ জুরিখে ফিফা কাউন্সিল সভা অনুষ্ঠানের কথা থাকলেও সেটাও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।
ফিফা জানিয়েছে সব সদস্য দেশের অংশগ্রহণ নিশ্চিত করতেই আপাতত এই স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১২ মার্চ/এসইউএল)

মন্তব্য করুন