সুপ্রিম কোর্ট বারে ভোট দেননি ১৮৪১ আইনজীবী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন পাঁচ হাজার ৯৪০ জন আইনজীবী। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্য ছিল সাত হাজার ৭৮১ জন। ভোট দেননি এক হাজার ৮৪১ জন আইনজীবী।
বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল দশটায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল পাঁচটায়। মাঝে এক ঘণ্টা বিরতি ছিল।
বড় একটি সংখ্যক ভোটার কেন্দ্রে আসেননি কেন? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত বলেন, সুপ্রিম কোর্ট বারের ভোটার রয়েছেন সারা দেশব্যাপী। জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে। অনেকে করপোরেট উকালতি করেন। সামনে ছুটি আছে। এসব কারণে হয়তো এক হাজার ৮৪১ জন ভোটার আসতে পারেননি।
ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ। ১৪টি পদের বিপরীতে এই নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৩১ জন।
নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা।
(ঢাকাটাইমস/১২মার্চ/এআইএম/জেবি)

মন্তব্য করুন