হত্যার বিচার চেয়ে কফিনের সামনে মানববন্ধন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:১৬ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ২১:১৪

কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় উত্তর-পূর্বপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে এক ভায়রা ও তার লোকদের হামলায় অপর ভায়রা আহত হওয়ার এক মাস তিন দিন পর গত বুধবার মারা গেছেন। নিহত আমিনুল হক মজুমদার ফুল মিয়া (৬০) ওই গ্রামের মৃত ফজলের রহমান মজুমদারের ছেলে।

শুক্রবার দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার আগ মহূর্তে কফিন সামনে রেখে খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিরা জামিনে রয়েছে। যেহেতু ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে, তাই ওই মামলাটি আদালতের মাধ্যামে হত্যা মামলা হিসেবে পরিবর্তিত হবে। মামলার তদন্ত চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :