মানবজমিন সম্পাদকের মামলা প্রত্যাহার চেয়ে মির্জাপুরে মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ২১:২৫
অ- অ+

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক ও অন্য ৩১ জনের বিরুদ্ধে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরে কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার সকালে মির্জাপুর পৌর সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানবজমিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি যোবায়ের হোসেনের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুরের সভাপতি মাজহারুল ইসলাম শিপলু প্রমুখ।

এ সময় বক্তারা মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ২ মার্চ দৈনিক মানবজমিনে আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ হয়। ওই রিপোর্টে ক্ষুব্ধ হয়ে মাগুরা-১ আসনের সাংসদ মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক, স্টাফ রিপোর্টারসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪ জন
সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল: মির্জা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা