মানবজমিন সম্পাদকের মামলা প্রত্যাহার চেয়ে মির্জাপুরে মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ২১:২৫

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক ও অন্য ৩১ জনের বিরুদ্ধে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরে কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার সকালে মির্জাপুর পৌর সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানবজমিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি যোবায়ের হোসেনের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুরের সভাপতি মাজহারুল ইসলাম শিপলু প্রমুখ।

এ সময় বক্তারা মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ২ মার্চ দৈনিক মানবজমিনে আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ হয়। ওই রিপোর্টে ক্ষুব্ধ হয়ে মাগুরা-১ আসনের সাংসদ মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক, স্টাফ রিপোর্টারসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :