ঘরে বিদেশ ফেরত বাবা, শিশু আইসোলেশনে

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৫:৪৩
অ- অ+

কুষ্টিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে সাত মাসের এক শিশুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তথ্য গোপন করে ২৩ মার্চ জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

তিনি জানান, গত ২৩ মার্চ জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হয়ে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার শিশুটির শারীরিক অবস্থার কোন উন্নতি কিংবা অবনতি হয়নি। চিকিৎসকরা তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় তার এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে বাড়িতে আসেন। তবে বাড়িতে আসার পরে তিনি যথানিয়মে কোয়ারেন্টিন মেনে চলেছেন। ওই প্রবাসী সুস্থ রয়েছেন। যেহেতু শিশুটির বাবা বিদেশফেরত এজন্য সন্দেহাতীতভাবে শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, আমরা কুষ্টিয়া শহরের ওই প্রবাসীর বাড়ি লকডাউন করে দিয়েছি। ওই পরিবারের সকল সদস্যকে কোয়ারেন্টাইনে নেয়ার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা