ভিয়েতনামের রেস্তোরাঁ কাঁপাচ্ছে করোনা বার্গার!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১৯:৫৩
অ- অ+

করোনায় কাঁপছে বিশ্ব। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তবু মানুষেরাই এই ভাইরাস নিয়ে করছে বিচিত্র সব কাণ্ড। মহামারি আকার ধারণ করা এই ভাইরাসের নামেই তৈরি করেছে বার্গার! আতঙ্কের এই সময়টাতে এই বার্গারের নামকরণ করা হয়েছে 'করোনা বার্গার'।

চীনে করোনাভাইরাসের দেখা দিলেও এই করোনা বার্গারের জন্মস্থান ভিয়েতনাম। ভিয়েতনামের 'তুংয়ের পিজ্জা হোম' রেস্তোরাঁয় তৈরি করা হয় এই বার্গার। রেস্তোরাঁটির মালিক হোয়াং তুং এবং তার সহযোগীরা ব্যস্ত এই বার্গার বানানোয়।

তবে আতঙ্কের আবহাওয়াটাকে মনোবলে রূপ দিতেই এমন প্রচেষ্টা মালিকের। রেস্তোরাঁটির মালিক হোয়াং তুং বলেন, 'করোনা আতঙ্কে মানসিকভাবে দুর্বল হয় পড়ছেন বহু মানুষ। তাদের মানসিকভাবে উজ্জীবিত করতেই এই উদ্যোগ। তাই আমরা বারবার প্রচার করছি যার ভয়ে কাঁটা, সেই শত্রুকে খেয়ে ফেলুন। তাই এই ধরনের বার্গার তৈরি করি। বার্গারের বানটি সবুজ চা দিয়ে রঙ করা হয়েছে।'

বিক্রি নিয়ে হোয়াং তুং জানান, তার 'তুংয়ের পিজ্জা হোম' রেস্তোঁরাটিতে দিনে ৫০টি করোনা বার্গার বিক্রি হয়।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ভিয়েতনামে থাবা বসিয়েছে এই করোনাভাইরাস। ইতিমধ্যে অসুস্থ হয়েছেন অনেকেই। তবে এই মারণ ভাইরাসে প্রাণহানি হয়নি কারও। আপাতত প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই বাড়ি বসে করোনা বার্গার নিয়ে মেতেছেন অনেকেই। সূত্র:সাউথ চায়না মর্নিং পোস্ট

(ঢাকাটাইমস/২৭মার্চ/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা