পাকিস্তানে তাবলীগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত ২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১২:০৯
অ- অ+

পাকিস্তানে তাবলীগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। রবিবার ৩৫ জনকে পরীক্ষার পর ওই ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। দেশটির তাবলীগ জামাতের মারকাজ রাইউইন্ডে আরেক সদস্যকে কোয়ারেন্টাইনে রাখতে গেলে পুলিশকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।

৫০০ বিদেশিসহ প্রায় ১২০০ লোক তিন দিন, ৪০ দিন এবং চার মাসের জামাতে বের হওয়ার আগে মারকাজে ৫ দিনের একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিয়েছেন। তারা মারকাজের বাইরে খোলা জায়গায় তাবু ফেলে অবস্থান করছেন। খবর ডনের।

এর আগে পাঞ্চাব সরকার করোনার সংক্রমণের কথা জানিয়ে ধর্মীয় নেতাদের এই সম্মেলন স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ধর্মীয় নেতারা তাতে কর্ণপাত করেননি। পরবর্তীতে তারা যখন চারদিন আগে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন তখন ওই অঞ্চলে লকডাউন চলছিল। যার কারণে যারা সেখানে অংশ নিয়েছিলেন তারা আর ফেরত যেতে পারেননি।

কোয়ারেন্টাইনে থাকার নির্দেশের পর সেখানকার এক ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। এরপর পুলিশ অনুমতি নিয়ে মারকাজ ঘিরে রেখেছে। তিন দিন থেকে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং কাউকে বের হতে দেয়া হচ্ছে না।

পরে থাইল্যান্ডের অনুরোধে সেখানে থাকা ৫০ থাই নাগরিককে করোনা টেস্ট নেগেটিভ আসায় বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মারকাজে থাকা সকলকে টেস্ট করা হচ্ছে, কারো করোনা শনাক্ত হলে পার্শ্ববতীয় কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে।

ঢাকা টাইমস/৩০মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা