পাকিস্তানে তাবলীগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত ২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১২:০৯

পাকিস্তানে তাবলীগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। রবিবার ৩৫ জনকে পরীক্ষার পর ওই ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। দেশটির তাবলীগ জামাতের মারকাজ রাইউইন্ডে আরেক সদস্যকে কোয়ারেন্টাইনে রাখতে গেলে পুলিশকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।

৫০০ বিদেশিসহ প্রায় ১২০০ লোক তিন দিন, ৪০ দিন এবং চার মাসের জামাতে বের হওয়ার আগে মারকাজে ৫ দিনের একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিয়েছেন। তারা মারকাজের বাইরে খোলা জায়গায় তাবু ফেলে অবস্থান করছেন। খবর ডনের।

এর আগে পাঞ্চাব সরকার করোনার সংক্রমণের কথা জানিয়ে ধর্মীয় নেতাদের এই সম্মেলন স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ধর্মীয় নেতারা তাতে কর্ণপাত করেননি। পরবর্তীতে তারা যখন চারদিন আগে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন তখন ওই অঞ্চলে লকডাউন চলছিল। যার কারণে যারা সেখানে অংশ নিয়েছিলেন তারা আর ফেরত যেতে পারেননি।

কোয়ারেন্টাইনে থাকার নির্দেশের পর সেখানকার এক ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। এরপর পুলিশ অনুমতি নিয়ে মারকাজ ঘিরে রেখেছে। তিন দিন থেকে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং কাউকে বের হতে দেয়া হচ্ছে না।

পরে থাইল্যান্ডের অনুরোধে সেখানে থাকা ৫০ থাই নাগরিককে করোনা টেস্ট নেগেটিভ আসায় বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মারকাজে থাকা সকলকে টেস্ট করা হচ্ছে, কারো করোনা শনাক্ত হলে পার্শ্ববতীয় কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে।

ঢাকা টাইমস/৩০মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ব্রাজিলে ভারী বৃষ্টিতে নিহত ৩৯, নিখোঁজ ৭০

বিজ্ঞান, প্রযুক্তি খাতের উন্নয়নে জোর দিচ্ছে ইরান-সৌদি

সৌদিতে ইসরায়েলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার

হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার

অস্ট্রেলিয়াজুড়েও বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, সংযত ভূমিকায় পুলিশ

নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সেনাদের অবস্থান

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২০০ জন গ্রেপ্তার

পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান শুরু, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 

গাজা পুনর্গঠনে সময় লাগবে কয়েক দশক, খরচ ৪০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

এই বিভাগের সব খবর

শিরোনাম :