গভীর রাতে ৩০০ পরিবারকে খাবার দিলেন যশোরের এসপি

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৫:৪২

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন রবিবার রাতে শহরের দিনমজুরদের মাঝে খাবার নিয়ে হাজির হয়েছেন। রাত পৌনে ১১টার দিকে তিনি ব্যাগ ভর্তি খাবার নিয়ে যশোর শহরের আরএন রোড, বারান্দীপাড়া, ঘোপ এলাকার ৩০০ পরিবারের সামনে হাজির হন। দিনের অফিসের কাজ শেষে রাতে খেঁটে খাওয়া মানুষের মাঝে তিনি খাবার তুলে দেন।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষগুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। নভেল করোনাভাইরাসের কথা মাথায় রেখে আমরা খাবার সামগ্রী বিতরণের সময় পরস্পরের মাঝে দূরত্বটা নিশ্চিত করেছি। আমরা এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করব। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্ববান জানান।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত (খ সার্কেল) জামাল আল-নাসেরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, শনিবার রাতেও যশোর শহরের শংকরপুর এলাকায় ১৫০ পরিবারের মধ্যে ব্যাগভর্তি খাবার তুলে দেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :