হাসপাতালে পিপিই-মাস্ক দিচ্ছে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৪:১২| আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৪:১৭
অ- অ+

চিকিৎসদের বিনামূল্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক দিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

ইতোমধ্যেই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের কাছে পিপিই ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেছে এফবিসিসিআই।

ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম ঢাকাটাইমসকে জানান, তারা একটি একটা ফান্ড গঠন করেছেন যার মাধ্যমে চিকিৎসকদের জন্য বিদেশ থেকে এসব সুরক্ষা পোশাক আনছেন। এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এর মাধ্যমে ডাক্তার-নার্স এবং যারা ফ্রন্টলাইনে সার্ভিস দিচ্ছে তাদের জন্য প্রোটেক্টিভ গিয়ার দেয়া হবে। ‘

এফবিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আইইডিসিআরকে পিপিই ও মাস্ক প্রদান করবে। এছাড়া ৬৪ জেলায় এফবিসিসিআইয়ের ৬৪টি চেম্বারের মাধ্যমে সব সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে এসব সরঞ্জাম প্রদান করা হবে।

হাসপাতাল ছাড়াও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থা যেমন পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার এবং টেলিভিশন ও সংবাদপত্র অফিসেও প্রয়োজনীয় মাস্ক প্রদান করা হবে বলে জানায় এফবিসিসিআই।

ইতোমধ্যেই সংগঠনটি ১০ হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা পোশাক, ২০ হাজার পিস এন ৯৫ মাস্ক, টেস্টিং কিট ও ডিজিটাল থার্মোমিটার দ্রুত সরবরাহের স্বার্থে বিমানযোগে এসব সরঞ্জাম আমদানি করেছে। এ সহযোগিতা করোনাভাইরাস মোকাবিলা করার জন্য শেষ অবধি চালু থাকবে বলে জানিয়েছে এফবিসিসিআই।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল /জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার: আইন উপদেষ্টা
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১
বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বড় বিমান দুর্ঘটনা: উত্তরায় নতুন ভয়াবহ সংযোজন
মাইলস্টোন ট্র্যাজেডিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরীমনি, হাসপাতালে ভর্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা