করোনা প্রতিরোধে রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্টের কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ২০:০২

করোনাভাইরাস মোকাবিলায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হ্যান্ড ওয়াশিং সেশন পরিচালনা, সচেতনতামূলক লিফলেট বিতরণ, পোস্টারিং ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটি জানাচ্ছে, কাম্পগুলোতে বসবাসকারী প্রায় ৩ লাখ শরণার্থীর কাছে হাত ধোয়া সংক্রান্ত বিভিন্ন বার্তা পৌঁছে দিয়েছে। এর মধ্যে ৩১৩ জন ধর্মীয় ও কমিউনিটি নেতাও রয়েছেন।

এছাড়াও বিভিন্ন ক্যাম্পের জনগণের মধ্যে ৫৪, ৪৪৬ প্যাকেট হ্যান্ড ওয়াশিং কিটস্ও (মূলত: সাবান, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করেছে সংস্থাটি।

এদিকে করোনা আক্রান্তদের আক্রান্তদের চিকিৎসায় রেড ক্রিসেন্ট মুভমেন্ট পার্টনারদের সহযোগিতায় ক্যাম্প এরিয়ায় ৩০ ও ৫০ বেডের দুটি পৃথক আইসোলেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

সংস্থাটি জানাচ্ছে, কাম্পে অবস্থানরত লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের দ্রুত চিকিৎসাসেবা প্রদানের কথা ভেবেই ক্যাম্প ২-ই তে ৩০ বেডের এবং ক্যাম্প-৭ এ ৫০ বেডের সর্বমোট ৮০ বেডের দুটি আইসোলেশন সেন্টার স্থাপনে করা হবে।

পাশাপাশি রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতাল ও হেলথ্ পোস্ট গুলিতে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ শুক্রবার সোসাইটির জাতীয় সদর দপ্তরের উদ্যোগে পরিচালিত জীবাণুমুক্তকরণ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আইইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তর, কারওয়ানাবাজার, শান্তিনগর বাজার ও মালিবাগ বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করেন রেড ক্রিসেন্টর স্বেচ্ছাসেবকরা।

এছাড়াও আজ দিবাগত রাতে নিয়মিত কার্যক্রম হিসেবে রাজধানীর ৮টি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হবে।

অন্যদিকে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধিতে জনগণের মধ্যে পারস্পারিক সামজিক ও শারীরিক দুরুত্ব বজায় রাখা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে বেসিন স্থাপন করাসহ হাসপাতাল, হাটবাজার, মসজিদ, মন্দির, গীর্জাসহ জনসমাগমস্থলকে জীবাণূমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত রেখেছে রেড ক্রিসেন্ট।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সুন্দরবনের আগুন: খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে: স্পিকার

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

আর্থিক সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা প্রণয়নের আহ্বান ইউজিসির

এই বিভাগের সব খবর

শিরোনাম :