তিন করোনা রোগী শনাক্ত, দুই গ্রাম লকডাউন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২১:৪২

ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জফেরত তিন যুবকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত যুবকদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশনে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিন গ্রামকে লকডাউন করা হয়েছে।

শনিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মাফফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন আরো জানান, করোনায় আক্রান্ত যুবকেরা কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রামে আসে। গ্রামে ফিরে তাদের জ্বর, সর্দি ও কাশি দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

বিকালে তাদের করোনায় আক্রান্ত হওয়ায় তথ্য নিশ্চিত করে রংপুর মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট ইউনিট।

এ ঘটনার পর আক্রান্তদের একজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুজনকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের একজন এবং হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই দুই গ্রামকে লকডাউন করেছে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :