মিঠুনের জন্য সালমানকে ফিরিয়েছিলেন জুহি

বলিউড সুপারস্টার সালমান খানের হৃদয় সোনার তৈরি। ভক্ত এবং ইন্ডাস্ট্রির বন্ধুরা তার সম্পর্কে সব সময় এমন মন্তব্যই করে থাকেন। তবে সালমনের চরিত্রের আরও একটা দিক রয়েছে। কোনো কিছু সহজে ভুলতে পারেন না। সেই কারণেই আশির দশকে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার বদলা তিনি নেন ২০১৫ সালে এসে! তাও আবার প্রকাশ্য মঞ্চে।
সালমানের এই বদলাটা ছিল একসময়কার সুপারহিট অভিনেত্রী জুহি চাওলার প্রতি। আসলে সে সময় একটা ছবিতে সালমানকে প্রত্যাখ্যান করেছিলেন জুহি। তার পরিবর্তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করতে অনেক বেশি আগ্রহী ছিলেন এই নায়িকা। সেই অপমানই ভুলতে পারেননি সালমান।
আশির দশকে পরিচালক দীপক বাহারি ‘নম্বর ওয়ান’ নামে একটি ছবি বানাচ্ছিলেন। সেই ছবিতে নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী। আরও ছিলেন ডিম্পল কাপাডিয়া, অনিতা রাজ, রঞ্জিতসহ নামজাদা তারকারা। আশির দশকে মিঠুনের কী জনপ্রিয়তা ছিল, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সব নায়িকাই তার সঙ্গে কাজ করতে চাইতেন।
অন্যদিকে জুহি তখন ইন্ডাস্ট্রিতে নতুন পা দিয়েছেন। এমন একটা ছবি আসতে চলেছে জানতে পেরে তিনি সোজা পরিচালক দীপিক বাহারির কাছে চলে যান। ওই ছবিতে মিঠুনের বিপরীতে তাকে নেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সমস্ত কাস্টিং আগে থেকে হয়ে যাওয়ায় জুহিকে নেয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন পরিচালক।
আর্থিক সমস্যার জন্য ছবিটা অবশ্য মাঝ পথেই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার ওই ছবির শুটিং শুরু করার জন্য পরিচালক এবার অন্য এক প্রযোজকের খোঁজ করতে থাকেন। ঠিক হয়, ববি কেন্ট এই ছবির নতুন প্রযোজক হবেন।
কিন্তু যত দিনে ছবির শুটিং নতুন করে শুরু হয়, তত দিনে বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীই অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফলে কাস্টিং পরিবর্তনের প্রয়োজন ছিল। পরিচালক তখন ছবির অফার নিয়ে জুহি চাওলার সঙ্গে যোগাযোগ করেন। ছবিতে মিঠুন থাকায় জুহি প্রথম থেকেই এতে কাজ করতে চাইছিলেন।
কিন্তু তিনি যখন শোনেন যে, এই ছবিতে মিঠুন আর কাজ করতে পারবেন না। কারণ মিঠুন তত দিনে অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং মিঠুনের পরিবর্তে ছবিতে সালমান খানকে নেয়া হবে। সঙ্গে সঙ্গেই ছবিটা প্রত্যাখ্যান করেন জুহি। কারণ, সালমান তখন সবে মাত্র কেরিয়ার শুরু করেছিলেন। মিঠুনের মতো স্টারডম তার ছিল না।
ওই ঘটনার পর থেকে কোনো ছবিতেই একসঙ্গে অভিনয় করেননি সালমান খান ও জুহি চাওলা। এমনকি দুজনকে এক মঞ্চেও দেখা যায়নি। দেখা গেল তার অনেক দিন পর ২০১৫ সালে। সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’ রিয়ালিটি শো’র নবম সিজনে। সেটির গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন জুহি।
ওই মঞ্চে সালমান খানের সঙ্গে জুহি একই ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। এর জবাবে তখন কিছুটা হাল্কা সুরে হলেও জুহিকে তার মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন সালমান। প্রায় সাড়ে তিন দশকের পুরনো ঘটনার বদলা যেন এভাবেই নিয়েছিলেন বলিউড ভাইজান।
ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএইচ

মন্তব্য করুন