করোনা মোকাবেলায় স্যামুয়েল ইতো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০, ১০:১২
অ- অ+

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে দিনের পর দিন ভারী হচ্ছে মৃত্যুর মিছিল। ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। চীন, ইরান, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হয়ে করোনা ভয়াবহ হয়ে ওঠছে আফ্রিকাতেও।

তবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছেন স্যামুয়েল ইতো। করোনা ঠেকাতে নিজ দেশ ক্যামরুনের ১ লাখ জনগণকে সাহায্য দেওয়ার প্রতিজ্ঞা করেছেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি স্ট্রাইকার।

ইতোর ফাউন্ডেশন ক্যামরুনের চারটি শহরের ৫০ হাজার পরিবারকে সাবান, স্যানিটাইজার এবং বিবিধ প্রকার খাবার সরবরাহ করবে বিনামূল্যে। এছাড়া বিশেষ করে দেশটির ট্যাক্সি ড্রাইভারদের ৫০ হাজার মাস্কও দেওয়া হবে।

স্যামুয়েল ইতোর ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই গুরুতর মানব সংকটের সময় কেবল যথাযথ স্যানিটাইজেশন এবং হেল্থ কীটের বিতরণই পারে করোনা ভাইরাস দমন করতে।’

করোনা ঠেকাতে ইতোমধ্যে বড় ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে ক্যামরুন সরকার। দেশের সব ধরনের ক্রীড়া কর্মকাণ্ড স্থগিত করার পাশাপাশি মধ্য আফ্রিকান নেশন্সের সঙ্গে সীমান্তও বন্ধ রাখছে ক্যামরুন।

০৫ এপ্রিল, ক্যামরুনের স্বাস্থ্য মন্ত্রী মানাউদা মালাছি এক প্রতিবেদনে জানিয়েছেন, দেশটিতে ৬৫০ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫ এবং মারা গেছেন ১৭ জন।

(ঢাকাটাইমস/১৭ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা