রাতে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন কালীগঞ্জের ওসি

আঞ্চলিক প্রতিনিধি, লালমনিরহাট
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ০০:২১

বিশ্বজুড়ে প্রাণঘাতি নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটময় মুহূর্তে মানুষকে সাহায্য করার জন্য বাস্তবেই সমাজের অবহেলিত- অসহায়, দিনমজুর, কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জে শনিবার দিনে তালিকা তৈরি করে রাতে ত্রাণ কর্মহীন মানুষের বাড়ি বাড়ি হাজির হন ওসি আরজু মো. সাজ্জাদ ও তার পুলিশ বাহিনী। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু ও এক লিটার তৈল।

যাদের ঘরে খাবার নেই, কিন্তু কাউকে আবার বলতে পারছেন না। এমন কর্মহীন মানুষগুলো রাতের আঁধারে ত্রাণ পেয়ে বেশ আনন্দিত।

কালীগঞ্জ থানার ওসি জানান, মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত অসংখ্য পরিবার এখন অনেক কষ্টে আছেন। তাদের কষ্টের কথা চিন্তা থেকেই দিনে এলাকাভিত্তিক তালিকা তৈরি করি। আর রাতে তাদের বাড়িতে নীরবে ত্রাণ পৌঁছে দেই।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :