করোনায় আক্রান্ত ডি ব্রুইন!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ০৯:১৮
অ- অ+

করোনা ভাইরাসের (কোভিড-১৯) থাবায় পুরো ইউরোপের ফুটবল স্থগিত। বিশ্ব ক্রীড়াঙ্গনই থমকে আছে করোনার কারণে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফুটবল। অনেক তারকা ফুটবলার আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। ধারণা করা হচ্ছে, ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ ডি ব্রুইন। তবে তা কোনো ভাইরাসের কারণে অসুস্থ কিনা সেটা নিশ্চিত নয়। কারণ করোনা টেস্ট করাননি সিটিজেন মিডফিল্ডার। তবে ধীরে ধীরে ডি ব্রুইন সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

২৮ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘সত্যি বলতে আমি এখন অনেকটাই সুস্থ আছি। তবে দুই সপ্তাহ ধরে আমার পরিবারের সদস্যদের সবাই অসুস্থ ছিল। ফলে বেশ চিন্তার মধ্য দিয়ে দিন পার করতে হয়েছে আমাকে। বর্তমানে তারা সবাই সুস্থ। আমি জানি না, আমরা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলাম কিনা, এখন বেশ ভালো আছি আমরা।’

সুস্থ হয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করা ডি ব্রুইন বলেন, ‘সেই দুই সপ্তাহ বেশ চিন্তার মধ্যে ছিলাম, অস্বাভাবিক সময় কেটেছে আমার। আমরা আসলে জানতাম না যে কী হয়েছে আমাদের। এরপর আমি আস্তে আস্তে ট্রেডমিলে দৌড়ানো শুরু করি। সাঁতার কেটেছি, বাসার নিচতলায় সাঁতার কাটার ব্যবস্থা আছে তাই ভাগ্যটা ভালো। নিজে থেকে যতটুকু সুস্থ থাকা সম্ভব, সেই চেষ্টা করেছি। যতটুকু ফিট থাকা সম্ভব নিজেকে ফিট রেখেছি। কখনো সাঁতার কাটছি, কখনো দৌড়াচ্ছি।’

(ঢাকাটাইমস/১৯ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে: নাহিদ ইসলাম
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, নিহত ২
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, জামালপুর সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা