করোনাকালে শুভ ভক্তদের জন্য সুখবর

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১১:৩৪ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ১০:৪৮

গোটা বিশ্ব জুড়ে এখন বিষণ্নতা। করোনার কোপে সব রঙ যেন ফিকে হয়ে গেছে। কাছের মানুষ হারানোর শোক থেকে শুরু করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন গোনা- এমনই দমবন্ধ পরিস্থিতিতে খানিক খোলা বাতাসের মত ধেয়ে আসল আরিফিন শুভ ভক্তদের জন্য। এশিয়ার সেরা খাবার নিয়ে তৈরি ছবির তালিকায় স্থান পেয়েছে তার অভিনীত ‘আহারে’। এই ছবিটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘আহারে’ পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। সম্প্রতি জনপ্রিয় পত্রিকা ‘এশিয়ান মুভি পালস’ ২৫টি খাদ্য বিষয়ক ছবির সেরার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় স্থান পেয়েছে শুভ ও ঋতুর ‘আহারে’। ঢাকার এক মুসলিম বাঙালি সেফ এবং কলকাতার এক হিন্দু বাঙালি হোম কুকের দেখা হওয়ার গল্পকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির গল্প। সেখানে ঢাকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

এই বিশেষ সম্মানের খবর জানিয়ে শুভ বলেন, ‘খাবার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাবার নিয়ে কোনও এক্সপিরিমেন্ট করাটাও সংবেদনশীল। তবে খাবার নিয়ে তৈরি এই ছবি যে মানুষের ভালো লেগেছে এবং এটা নিয়ে যে গোটা এশিয়াতে কথা হয়েছে, এটা অনেক বড় পাওয়া।’

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেন ঋতুপর্ণা। তিনি জানান, ‘সময়টা খুবই খারাপ। তার মধ্যে এটা একটি দারুণ খবর। এই ভালো খবরটুকু দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ‘আহারে’ ছবিটা বানিয়ে বিভিন্ন দেশ ও ফিল্ম ফেস্টিভালে পাঠাই। সব জায়গায় ছবিটি সমাদৃত। এবার সেরা ২৫ খাদ্য বিষয়ক এশিয়ান ফিল্মের তালিকায় জায়গা পাওয়াটাও কম কিছু নয়।’

এই কৃতিত্বের জন্য ছবির পরিচালক রঞ্জন ঘোষকে ধন্যবাদ জানান একসময়ের সুপারহিট নায়িকা ঋতুপর্ণা। তিনি বলেন, ‘এই সময় যখন বহু মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, খাবার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খাবারকে আমাদের সকলের সম্মান করা উচিত।’

ছবির পরিচালক রঞ্জন ঘোষও বেশ উৎসাহিত এই সম্মান পেয়ে। তিনি বলেন, ‘যে তালিকায় আ্যং লীর ‘ইট ড্রিংক ম্যান ওম্যান’ এবং জুজো ইতামীর ‘ট্যামপোপো’র মত ছবির সঙ্গে আমার ছবি ‘আহারে’ জায়গা করে নিতে পারে সেটা তো বিশাল পাওনা বটেই। ফিল্ম নিয়ে পড়াশোনা করার সময় আমরা এই ছবিগুলো নিয়ে পড়াশোনা করি। এবারে সেই ছবির সঙ্গে আমার ছবি। এর জন্য ঋতুপর্ণাকে অনেক ধন্যবাদ।আমার ওপরে ভরসা করার জন্য এবং এই ছবির প্রযোজনা করার জন্য।’

ঢাকাটাইমস/২৮এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :