এফডিসিতে নিপুণের মাসব্যাপী ইফতার

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ১২:৩১| আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:৩৪
অ- অ+

করোনার জেরে দেশের অন্যান্য সেক্টরের মতো স্থবির বিনোদন জগতও। সব ধরনের শুটিং বন্ধ, সিনেমার মুক্তি বন্ধ। অভিনয়শিল্পীরা সবাই গৃহবন্দি। ফলে প্রায় দুই মাস ধরে বন্ধ এফডিসির গেটও। কিন্তু তাতে কাজ থেমে নেই কিছু শ্রেণির মানুষের। এসডিসিতে কর্মরত নিরাপত্তারক্ষী ও মসজিদের ইমামরা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

রমজান মাস উপলক্ষ্যে এসব মানুষদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এফডিসিতে বর্তমানে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পুলিশ, আনসার এবং নিরাপত্তারক্ষীসহ ১২ জন তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই ১২ জনকে পুরো মাসের ইফতার সামগ্রী দেয়ার দায়িত্ব নিয়েছেন নিপুণ।

এ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বলেন, ‘করোনার কারণে সবকিছুই বন্ধ। এফডিসির কোনো কার্যক্রম না চললেও কিছু মানুষ ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমার মনে হলো কীভাবে তাদের পাশে থাকা যায়। তাই ভাবলাম, পুরো মাসের ইফতারের দায়িত্ব নিয়ে যদি পাশে থাকতে পারি ভালো লাগবে।’

নিপুণ আরও বলেন, ‘কয়েক বছর ধরে ‌প্রতি রোজায় আমাদের বাসা থেকে ২০ জন মানুষের ইফতারের আয়োজন করে থাকি। এবার যেহেতু সবাই ঘরবন্দী, তাই আব্বুর সঙ্গে আলাপ করে ২০ জনের পাশাপাশি এফডিসিতে দায়িত্বে থাকা ওই ১২ জনের ব্যাপারটাও চূড়ান্ত করি। এটা পরম শান্তির ব্যাপার। যে এফডিসি ও চলচ্চিত্র আমাকে নিপুণ হিসেবে তৈরি করেছে, সেখানকার মানুষের পাশে থাকতে পারাটা ভীষণ সৌভাগ্যের।’

কিছুদিন আগে চলচ্চিত্রের মেকআপম্যানদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেন নিপুণ। এছাড়া গত সপ্তাহে চলচ্চিত্রের স্টিল ক্যামেরাম্যানদেরও আর্থিক সহায়তা দেন তিনি। অভিনয়ের পাশাপাশি এই নায়িকা বর্তমানে ব্যবসাও করেন। বনানীতে প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক একটি ব্যবসা রয়েছে নিপুণের। করোনার জেরে বর্তমানে সেটি বন্ধ রয়েছে।

ঢাকাটাইমস/২৮এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে নৌকাসহ ৩০ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
মাইলস্টোন ট্র্যাজেডি: রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা