জামিলুর রেজার মৃত্যুতে বিসিবির শোক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২১:৩৬| আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৫৩
অ- অ+

একুশে পদক পাওয়া জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার দিবাগত রাতে ঘুমের মধ্যেই ‘হার্ট অ্যাটাক’ করেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিসিবি সভাপতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যু আমাদের দেশের জন্য অপূরণীয় এক ক্ষতি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও ভীষণ প্রশংসিত ছিলেন তিনি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের আগে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন ড. জামিলুর রেজা চৌধুরী।

(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা