অজি সুন্দরীর সঙ্গে ডিনারে যাবেন ভারতীয় ওপেনার!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২০, ১৬:৫৮

শেষমেশ সাড়া মিলল। তা-ও আবার সুন্দরী অজি আলরাউন্ডার এলিসে পেরির সাড়া। কিসের সাড়া? ডিনারে যাওয়ার। কার সঙ্গে ডিনারে যাবেন এলিসে? এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে। আর সেই ক্রিকেটার হলেন মুরালি বিজয়।

সম্প্রতি একটি ভিডিও কলে হাজির হয়েছিলেন এক সময়ের ভারতীয় ওপেনার মুরালি বিজয়। সেখানেই তাঁর কাছে প্রশ্ন এসেছিল, দুই ক্রিকেটারের সঙ্গে ডিনারে যেতে হলে কাদের বাছবেন? উত্তরে মুরালি বিজয় প্রথমেই এলিসে পেরির নাম নিয়েছিলেন।

মুরালির কথায়, ‘প্রথমেই আমি বেছে নেব এলিসে পেরি-কে। ওঁর সঙ্গে আমি ডিনারে যেতে চাই। খুবই সুন্দরী। আর দ্বিতীয় ব্যক্তি শিখর ধাওয়ান। খুব মজাদার একটা মানুষ। ডিনারে গেলে ও হিন্দিতে কথা বলবে আর আমি তামিলে।’

সংবাদমাধ্যম স্টার স্পোর্টস-এর তরফেও ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল এলিসে পেরিকে। সেখানেই এলিসে পেরি জানান যে, তিনি মুরালির সঙ্গে ডিনারে যেতে রাজি। তবে শর্ত রয়েছে।

কী সেই শর্ত? এলিসের কথায়, ‘আমি আশা করব মুরালিই ডিনারের বিল মিটিয়ে দেবে।’ তারপরই হাসতে হাসতে বলেন, ‘ও খুবই দয়ালু মানুষ। এমন প্রস্তাবে আমি অভিভূত।’

নারীদের ক্রিকেটে এই মুহূর্তে সবথেকে বিধ্বংসী ক্রিকেটার ২৯ বছর বয়সী অজি অলরাউন্ডার এলিসে পেরি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার জন্য টি-২০ বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যেতে হয়েছিল তাঁকে। ফাইনালেও দেখা যায়নি তাঁকে। ফাইনালে তাঁরই দল ভারতকে ৮৫ রানে হারিয়ে দিয়েছিল।

অন্যদিকে, ২০১৮ সালে ইংল্যান্ড ট্যুরের সময়ে ভারতীয় দল থেকে বাতিলের খাতায় চলে যান মুরালি বিজয়। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে ফিরে আসেন। কিন্তু প্রথম দুই টেস্টে বড় রান করে তাক লাগাতে পারেননি নির্বাচকদের। তৃতীয় টেস্টে ফের বাদ দিয়ে দেওয়া হয় মুরালিকে। চেন্নাই সুপার কিংস-এর হয়ে আইপিএল ২০২০ সালে খেলার কথা ছিল তাঁর। কিন্তু সেই আইপিএল আপাতত স্থগিত।

(ঢাকাটাইমস/৪ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

হাই পারফরম্যান্স দলে শ্রেয়াস-ইশান, আবারও ফিরতে পারেন কেন্দ্রীয় চুক্তিতে

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন মাশরাফি

এইচপির ট্রেনিং ক্যাম্পের দল ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সূচি

সিটি ছাড়ার কথা ভাবছেন  ‘ক্লান্ত’ গার্দিওলা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ: বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চার মুখ, বাদ পড়লেন এডারসন

দাপুটে জয়ে আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাসও

পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির, বেজায় খুশি আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :