অজি সুন্দরীর সঙ্গে ডিনারে যাবেন ভারতীয় ওপেনার!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২০, ১৬:৫৮
অ- অ+

শেষমেশ সাড়া মিলল। তা-ও আবার সুন্দরী অজি আলরাউন্ডার এলিসে পেরির সাড়া। কিসের সাড়া? ডিনারে যাওয়ার। কার সঙ্গে ডিনারে যাবেন এলিসে? এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে। আর সেই ক্রিকেটার হলেন মুরালি বিজয়।

সম্প্রতি একটি ভিডিও কলে হাজির হয়েছিলেন এক সময়ের ভারতীয় ওপেনার মুরালি বিজয়। সেখানেই তাঁর কাছে প্রশ্ন এসেছিল, দুই ক্রিকেটারের সঙ্গে ডিনারে যেতে হলে কাদের বাছবেন? উত্তরে মুরালি বিজয় প্রথমেই এলিসে পেরির নাম নিয়েছিলেন।

মুরালির কথায়, ‘প্রথমেই আমি বেছে নেব এলিসে পেরি-কে। ওঁর সঙ্গে আমি ডিনারে যেতে চাই। খুবই সুন্দরী। আর দ্বিতীয় ব্যক্তি শিখর ধাওয়ান। খুব মজাদার একটা মানুষ। ডিনারে গেলে ও হিন্দিতে কথা বলবে আর আমি তামিলে।’

সংবাদমাধ্যম স্টার স্পোর্টস-এর তরফেও ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল এলিসে পেরিকে। সেখানেই এলিসে পেরি জানান যে, তিনি মুরালির সঙ্গে ডিনারে যেতে রাজি। তবে শর্ত রয়েছে।

কী সেই শর্ত? এলিসের কথায়, ‘আমি আশা করব মুরালিই ডিনারের বিল মিটিয়ে দেবে।’ তারপরই হাসতে হাসতে বলেন, ‘ও খুবই দয়ালু মানুষ। এমন প্রস্তাবে আমি অভিভূত।’

নারীদের ক্রিকেটে এই মুহূর্তে সবথেকে বিধ্বংসী ক্রিকেটার ২৯ বছর বয়সী অজি অলরাউন্ডার এলিসে পেরি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার জন্য টি-২০ বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যেতে হয়েছিল তাঁকে। ফাইনালেও দেখা যায়নি তাঁকে। ফাইনালে তাঁরই দল ভারতকে ৮৫ রানে হারিয়ে দিয়েছিল।

অন্যদিকে, ২০১৮ সালে ইংল্যান্ড ট্যুরের সময়ে ভারতীয় দল থেকে বাতিলের খাতায় চলে যান মুরালি বিজয়। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে ফিরে আসেন। কিন্তু প্রথম দুই টেস্টে বড় রান করে তাক লাগাতে পারেননি নির্বাচকদের। তৃতীয় টেস্টে ফের বাদ দিয়ে দেওয়া হয় মুরালিকে। চেন্নাই সুপার কিংস-এর হয়ে আইপিএল ২০২০ সালে খেলার কথা ছিল তাঁর। কিন্তু সেই আইপিএল আপাতত স্থগিত।

(ঢাকাটাইমস/৪ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা