ইতিহাস গড়তে যাচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ১২:৩৮
অ- অ+

হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তিনি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক। বিপজ্জনক সব স্টান্ট যিনি নিজেই করেন। এবার এক অসম্ভবকে সম্ভব করার উদ্যোগ নিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। বলতে গেলে নতুন এক ইতিহাস গড়ার পথে। তিনি এমন একটি ছবির পরিকল্পনা করেছেন, যার বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং হতে চলেছে মহাকাশে!

তবে কোনো স্টুডিওতে মহাকাশ সাজিয়ে নয়, বাস্তবেই শুটিং হবে মহাকাশে।এটা সম্ভব হলে, ইতিহাসে এটিই হবে প্রথম মহাকাশে শ্যুট করা ছবি। নতুন এই প্রকল্পের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র সঙ্গে একদফা আলোচনা হয়ে গেছে টম ক্রুজের। আলোচনা হয়েছে বেসরকারি মহাকাশ সংস্থা এলন মাস্কের ‘স্পেস এক্স’র সঙ্গেও। দুই জায়গা থেকেই নাকি সবুজ সংকেত পেয়েছেন।

খুব শিগগিরই মহাকাশে একাধিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে ‘স্পেস এক্স’-এর। তারই একটিতে টিম নিয়ে মহাকাশে শুটিংয়ে যেতে পারেন টম ক্রুজ। এই হলিউড তারকার এক মুখপাত্র জানিয়েছেন, গোটা বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন স্টুডিও এই প্রকল্পে কাজ করবে তা এখনও ঠিক হয়নি। তবে টম এই ছবির জন্য মানসিকভাবে প্রস্তুত।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র অ্যাডমিনেস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন জানিয়েছেন, টমের ছবিটি অন্তরীক্ষে শ্যুটিং করা হবে। ট্যুইট করে সেকথা ঘোষণা করেছে নাসা। স্পেসএক্স-এ কাজ করবেন টম। যদিও একেবারে নিশ্চিত করে টম ক্রুজ এখনও কিছু ঘোষণা করেননি।

ঢাকাটাইমস/০৭মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা