বেন ইয়েডারের সঙ্গে গোল্ডেন বুট ভাগ করতে চান এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ০৯:৫৬
অ- অ+

লিগ ওয়ানের গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন তিনি এই পুরস্কারটি মোনাকোর উইসাম বেন ইয়েডারের সাথে ভাগাভাগি করে নিতে চান। উভয় খেলোয়াড়ই এই মৌসুমে লিগ ওয়ানে সর্বোচ্চ ১৮টি করে গোল করেছেন।

প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার এমবাপ্পেকে বৃহস্পতিবার এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ঘোষনা করা হয়। এমবাপ্পে ইয়েডারের থেকে তিনটি গোল ওপেন প্লেতে বেশী করেছেন। অন্যদিকে এমবাপ্পের তুলনায় তিনটি গোল পেনাল্টিতে বেশী করা বেন ইয়েডারকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

টুইটারে এমবাপ্পে সমর্থকদেওর অভিনন্দনের জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন এই পুরস্কারটি তার জাতীয় দলের সতীর্থ ইয়েডারেরও প্রাপ্য।

বেন ইয়েডারও এমবাপ্পের এই সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

২০১৮-১৯ মৌসুমে পিয়েরে-এমেরিক অবামেয়াং, মোহাম্মদ সালাহ ও সাদিও মানে প্রত্যেকেই ২২টি করে গোল করার সুবাদে যৌথভাবে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছিলেন।

(ঢাকাটাইমস/১১ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ
৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৬ প্রকৌশলী-স্থপতি চাকরিচ্যুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা