শবে কদরের রাতে ইরানে চিকিৎসকদের অন্যরকম ইবাদত!

কামরুজ্জামান নাবিল
  প্রকাশিত : ১৫ মে ২০২০, ০৯:১৭| আপডেট : ১৫ মে ২০২০, ১০:০৯
অ- অ+
চিকিৎসাসেবা দিচ্ছেন লেখক

পবিত্র মাহে রমজানের শবে কদরের রাতে ইরানের ইসফাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ শবে কদরের রাতে আসা ইবাদতকারীদের ফ্রি চিকিৎসা দেবা দেন। চিকিৎসাকেও তারা ইবাদত মনে করেন।

ইরানের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন 'আঞ্জুমানে ইসলামি দানেশজুয়ান' এর আয়োজনে শবে কদর সালামাত নামের এই কর্মসূচি পালন করা হয়। এতে ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের মসজিদে শবে কদরের রাতে আসা ইবাদতকারীদের বিভিন্ন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির মুখপাত্র আলী নাসরুল্লাহী জানান, মানুষকে সেবা করাও একটি ইবাদত, তাই আমরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলো তথা শবে কদরের রাতগুলোতে ইস্পাহানের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

এই কর্মসূচির মাঝে ছিল ফ্রি ডায়াবেটিকস পরীক্ষা, প্রেসার মেপে দেয়া, প্রাথমিক চক্ষু পরীক্ষা, ওজন মেপে দেয়া, প্রাথমিক ডেন্টাল পরীক্ষা, গর্ভবতী মহিলাদের পরামর্শ প্রদান, ফিজিওথেরাপি ইত্যাদি চিকিৎসা প্রদান।

কার্যক্রমটি রাত ১১টা থেকে শুরু হয়ে সাহরির সময় পর্যন্ত অব্যাহত থাকে। গত তিন রাতে সহস্রাধিক মানুষ এই কর্মসূচির আওতায় চিকিৎসা সেবা নিয়েছেন। এই কর্মসূচিকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়ে আঞ্জুমানে ইসলামি দানেশজুয়ান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আয়োজনটি গত বছর থেকে শুরু হয়েছে।

লেখক: শিক্ষার্থী, ডক্টর অব মেডিসিন (এমডি) ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা