গাজীপুরে করোনায় আরও ১১ পোশাকশ্রমিক আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ২১:১৭
অ- অ+

গাজীপুর সিটির একই কারখানার ছয় শ্রমিকসহ আরও ১১ জন পোশাক কারখানার শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৭ জন পোশাকশ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৪ মে প্রাপ্ত সর্বশেষ প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় ১১ জন পোশাক শ্রমিকের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গাজীপুর মহানগরে নয়জন এবং কালিয়াকৈর উপজেলায় দুইজন রয়েছেন। এর আগে জেলায় ১৬ জন পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। নতুন করে আক্রান্ত পোশাক শ্রমিকদের মধ্যে কাশিমপুর থানার নয়াপাড়ার একই কারখানার ছয়জন, কোনাবাড়ি থানার আমবাগ এলাকার একজন, বাসন থানার ইসলামপুরের নাওজোড়ের একজন ও নলজানির একজন এবং কালিয়াকৈর উপজেলার দুইজন রয়েছেন। তারা প্রত্যেকে নিজ নিজ ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা