জামালপুরে বেতন-বোনাসের দাবিতে পাদুকা কর্মচারীদের কর্মবিরতি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ২১:২২
অ- অ+

বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন জামালপুরের পাদুকা দোকানের কর্মচারীরা। শনিবার দুপুরে জামালপুর শহরের কথাকলি মার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জেলা পাদুকা কর্মচারী সমিতির উপদেষ্টা মতিউর রহমান বাদল লিখিত বক্তব্যে জানান, করোনাভাইরাসের কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর বন্ধ থাকে জেলার সকল দোকান। তাই তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া থাকে। এরপর ১০ মে থেকে লকডাউন সাময়িক শিথিল হলে কাজে যোগদান করে জেলার পাদুকা দোকানের কর্মচারীরা। কাজে যোগদানের পর জেলা পাদুকা মালিক সমিতি তাদের চলতি মাসের মূল বেতনের অর্ধেক ও ঈদ বোনাস অর্ধেক প্রদান করার কথা জানায়।

পাদুকা দোকান মালিক সমিতির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সম্পূর্ণ বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ঘোষণা করে কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় জামালপুর শহরের সকল পাদুকা দোকান।

এ অবস্থায় বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন পাদুকা কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জামালপুর জেলা পাদুকা কর্মচারী সমিতির সভাপতি সুমু, সাধারণ সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল স্থানীয় সরকার বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা