মাশরাফিকে বাংলাদেশ দলের ‘প্রধানমন্ত্রী’ বললেন তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১২:৪৮
অ- অ+

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের একেকজনের একেকটা ডাকনাম আছে। তবে সবাই যে, এই নাম ধরে ডাকেন তা নয়। যেমন মুশফিকুর রহিমকে ‘বান্টুদা’ বলেন মাশরাফি বিন মর্তুজা। সতীর্থদের অনেকে ইমরুল কায়েসকে ‘পটুদা’ বলে ডাকেন। আবার মাশরাফিকে কেউ বলেন ম্যাশ, কেউ বলেন পাগলা আবার কেউ গুরু বলে ডাকেন।

অন্যদিকে, তামিম ইকবালকে মাঝে মাঝে খানসাহেব বলে ডাকেন মাশরাফি বিন মর্তুজা। তবে, দলে যতো সব ডাকনাম আছে তার বেশিরভাগই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দেয়া বলে জানালেন তামিম ইকবাল। সতীর্থদের ভালোবেসেই এসব নামে ডাকেন তিনি।

বাংলাদেশের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে লাইভে এসব কথা বলেছেন তামিম। আলোচনাটা শুরু হয়েছিল জাতীয় দলের ক্রিকেটারদের ডাকনাম নিয়ে। বিশেষ করে মুশফিকুর রহিম, ইমরুল কায়েসদের মজার মজার সব ডাকনামের দিকেই ইঙ্গিত করছিলেন সঞ্চালক নোমান মোহাম্মদ। জানতে চেয়েছিলেন, দলের ভেতরে তামিম বা আর কার কার এমন ডাকনাম রয়েছে।

এর জবাবে তামিম বলেন, ‘ড্রেসিংরুমে আমার কোনো ডাকনাম নেই সত্যি বলতে। মাশরাফি ভাই শুধু খানসাহেব বলেন মাঝে মাঝে। এটাই অনেকে বলেন। এর বাইরে আমার কোন ডাকনাম নেই।’

এছাড়া বাকিদের যতো মজার মজার ডাকনাম সেগুলো সব মাশরাফির দেয়া এবং মাশরাফি একাই ডাকেন সেসব নামে- এ কথাও জানান তামিম। তবে বাকিরা আবার একেকজনকে একেক নামে ডেকে থাকেন।

তামিম বলেন, ‘মুশফিকের ক্ষেত্রে মাশরাফি ভাই যেসব নাম (বান্টুদা) বলেছেন, ওগুলো কিন্তু শুধু মাশরাফি ভাই একাই ডাকেন। অন্য কেউ বলে না। আমরা সবাই মুশি ডাকি। ওর ডাকনাম বললে এই মুশিই আসবে। মাশরাফি ভাই কী কী আজব আজব নাম বলে, এগুলো শুধু উনার মুখ থেকেই বের হওয়া সম্ভব।’

কিন্তু মাশরাফি এমনটা বলেন, তাকে কেউ কিছু বলেন না? তখনই মাশরাফিকে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করে তামিম বলেন, ‘কাউকে কিছু বলতে দেশের প্রধানমন্ত্রীর কি কোনো লাইসেন্স লাগে? আমাদের দলের প্রধানমন্ত্রী উনি (মাশরাফি)। উনার যা মন চায় তাই বলতে পারেন।’

এসময় দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে কয়েকজনের ডাকনামের কথাও জানান তামিম, ‘রুবেল যখন প্রথম জাতীয় দলে আসলো, তখন আমরা ওকে মালি ডাকতাম। কারণ মালিঙ্গার মতো অ্যাকশন। মুমিনুলকে ডন বলে ডাকতেন চন্ডিকা হাথুরুসিংহে। ডন ব্র্যাডম্যান থেকে ডন। আমরাও অনেকসময় ডন ডন বলতাম।’

(ঢাকাটাইমস/২৫ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা