সাকিব আমাদের সুপারস্টার: মাইশোর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১০:৫৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ৭টি মৌসুম খেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার এই ক্রিকেটার এখন আর কেকেআরে না খেললেও দলটার প্রধান নির্বাহী ভেনকি মাইশোর বললেন, সাকিব বরাবরই তাদের কাছে ‍সুপারস্টার।

আইপিএলের চতুর্থ আসরে কেকেআরের সাথে যোগ দেন মাইশোর। সেই আসরেই সাকিবকে দলে টানে কলকাতা। দল নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মাইশোর। ক্রীড়াভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ারপ্লে কমিউনিকেশন্স’ সরাসরি আড্ডায় তিনি জানান, তারা বড় নামের দিকে নয়; বরং কার্যকর খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করেছিলেন। আর তার সেই পরিকল্পনায় বাংলাদেশি অলরাউন্ডোর ছিলেন সুপারস্টার।

মাইশোর বলেন, ‘আমি বলেছিলাম, আমরা বড় নামের দিকে ছুটবো না। খেলোয়াড় বাছাইয়ের সময় আামরা সবসময় ব্র্যান্ড ধরে রাখব। ২০১১ সালে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। আমার কাছে সাকিব সুপারস্টার। কাজের প্রতি তার প্যাশন, তার বিনয় ও ধারাবাহিকভাবে পারফর্ম করার একজন উদাহরণ হলেন সাকিব।’

মাইশোর সাকিবের অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক ও ব্যক্তিত্বের জন্য তাকে বিশেষ একটা নাম দিয়েছিলেন এবং সেই নামেই সবসময় ডাকতেন। মাইশোর জানান, তিনি সাকিবকে ডাকেন ‘সাবিস্টার’ বলে।

মাইশোরের ভাষায়, ‘সাকিবের সাখে অনেক স্মৃতি আছে। ও একজন অসাধারণ মানুষ। আমি সাকিবকে একটা বিশেষ ডাকনাম দিয়েছিলাম এবং আমি ওকে সেই নামেই ডাকি, সাবিস্টার। আমি যখন তাকে খুদে বার্তা পাঠাই তখনও আমি সাবিস্টার লিখি। ও কেকেআরের সাথে দারুণ সম্পর্ক গড়ে তুলেছিল। ক্রিকেট মাঠেও সে আমাদের জন্য অনেক কিছু করেছে।’

মাইশোরকে এক মজার প্রশ্নের সম্মুখীন করা হয়। তাকে জিজ্ঞেস করা হয়, সিনেমা বানালে সেখানে তিনি নায়ক হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কাকে রাখবেন- সাকিব, তামিম নাকি মাশরাফি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আবারও স্মরণ করান, সাকিব তাদের কাছে সুপারস্টার।

কেকেআরের প্রধান নির্বাহীর ভাষায়, ‘কোনো প্রতিযোগিতা নেই, সাকিবকে নিবো। সাকিব আমাদের সুপারস্টার। তাই তাকেই নিতে হবে। বাকি দুইজনও ভালো। মাশরাফিও এক আসরে খেলেছিল কেকেআরে। আর আমরা জানি, তামিম একজনদারুণ ব্যাটসম্যান। কিন্তু আমি সাকিবের পক্ষেই যাব।’

(ঢাকাটাইমস/০৩ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :