নাসিমের মৃত্যু নিয়ে বেরোবি শিক্ষিকার কটূক্তি, আন্দোলনের হুমকি

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ২০:৫৯
অ- অ+

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের বামপন্থী এক শিক্ষিকার ব্যাঙ্গাত্মক পোস্টে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এতে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অভিযুক্তের শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন ও মামলার হুমকিও দিয়েছেন তারা।

অভিযুক্ত শিক্ষিকা সিরাজুম মুনিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার ও ছাত্রজীবনে বামপন্থী রাজনীতি করতেন। ক্যাম্পাসে রাজনীতি করায় বিভিন্ন সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বিভিন্নভাবে সমালোচনা করতেন তৎকালীন ছাত্র ইউনিয়নের সভাপতি ও বর্তমান বাংলা বিভাগের এই প্রভাষক।

শনিবার সকালে লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম মারা যান। তার মৃত্যু নিয়েই ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গ করে ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ শিরোনামে পোস্ট দেন।

পোস্টের শেষে ভিক্টোরি চিহ্ন ব্যবহার করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তা ডিলিট করেন তিনি। কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা পাল্টা স্ট্যাটাস দিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, করোনার পরিস্থিতি আর প্রিয় নেতার মৃত্যু সব মিলে সবাই কঠিন মুহূর্ত পার করছেন। এ সময় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়ে এমন ব্যাঙ্গাত্মক পোস্ট দেয়া খুবই দুঃখজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর প্রতিবাদ করব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থেকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, এমন ব্যাঙ্গাত্মক কাজের জন্য তাকে শুধু শাস্তি নয়, তাকে বিচারের আওতায় এনে অতিদ্রুত এই বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছি। তার এই ধৃষ্টতার কারণে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে তার শাস্তির দাবি করছি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করার সব প্রস্তুতি আমি নিচ্ছি বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পাওয়ার আগে থেকেই ক্যাম্পাসে সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তবুও তিনি কিভাবে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন? এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পাড়ে না।

এ বিষয়ে অভিযুক্ত সিরাজুম মুনিরাকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/১৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা