এই সময়ের মডেল সাবনীন সরকার

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২০ জুন ২০২০, ১১:৩৫| আপডেট : ২০ জুন ২০২০, ১১:৩৬
অ- অ+

বর্তমান সময়ের অত্যন্ত সম্ভাবণাময় মডেল সাবনীন সরকার। ইতোমধ্যে বেশকিছু প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন। বিশেষ করে ‘রং বাংলাদেশ’, ‘ব্র্যান্ড কিউ’, ‘প্যারিস গ্যালারি’, ‘ট্রাস্ট মার্ট’, মধুমিতাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করে সংশ্লিষ্টদের নজর কেড়েছেন। প্রতিনিয়ত নতুন নতুন কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তবে মডেলিংয়ের পাশাপাশি এই শিল্পী টিভি নাটকে অভিনয় এবং পড়াশোনাও সমানতালে চালিয়ে যাচ্ছেন।

সাবনীন সরকার মডেলিং ক্যারিয়ার শুরু করেন ২০১৮ সালে। তিনি বলেন, এই অঙ্গণে কাজের ক্ষেত্রে প্রথমে পরিবার থেকে বাধা থাকলেও পরবর্তীতে তারা মেনে নিয়েছে। শুধু তাই নয়, এখন তার পরিবার মডেলিংকে সাপোর্ট করে উৎসাহিত করেন। এমনকি তার পরিবারে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের জন্য উৎসাহিত করে থাকেন।

সাবনীন জানান, ‘এ পর্যন্ত মোটামুটি অনেক ব্র্যান্ডের কাজ করেছি। এছাড়া বেশকিছু নাটক আর টিভিসিতেও কাজের অভিজ্ঞতা হয়েছে।’

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে সাবনীন বলেন, মডেলিং নিয়ে এই মুহূর্তে খুব বড় রকম পরিকল্পনা নেই। আপাতত পড়ালেখার পাশাপাশি ভিজ্যুয়ালে ভালো কাজ করতে চাই। ভালো ভালো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা টিভিসিতে কাজ করতে চাই। আমি মনে করি, মডেলিংয়ে চরিত্র বিশেষ বলে কিছু নেই।

পণ্য বা প্রতিষ্ঠানকে হাইলাইট করাই একজন মডেলের প্রধান উদ্দেশ্য। সাবনিন মডেলিংয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভবিষ্যতেও এই অঙ্গণেই থিতু হতে চান।

ঢাকাটাইমস/২০জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা
'অসম্পূর্ণ সংস্কারে পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে বিপর্যয় অনিবার্য'
এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, শোকজ প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা