হালুয়াঘাট অর্ধশতাধিক বন্য হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২০, ২১:২৭

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের বন বিভাগের গোপালপুর ভিটের কার্যালয় ভারতীয় বন্য হাতির পালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে।

গোপালপুর বিট অফিসার শাহ আলম জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্তের গোপালপুর এলাকায় প্রায় ৫০/৬০টি পাহাড়ি হাতি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় হাতির তাণ্ডবে বিট অফিসের বিল্ডিং ভেঙে যায়। নষ্ট করে ফেলে ঘরের আসবাবপত্র।

এ সময় বিট অফিস ছাড়াও আশপাশের আরো বেশ কিছু বাড়িঘর ভাংচুর করে। খেয়ে ফেলে অনেকের ঘরে রাখা খাবার। একই সঙ্গে ফলজ ও বনজ গাছেরও ক্ষতি করে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ২টার দিকে হাতির পাল বর্ডার ক্রস করে যখন বাংলাদেশের সীমান্তে ঢোকে তখন আশপাশের এলাকায় চরম আতংক বিরাজ করে। এ সময় ঘর ছেড়ে শতাধিক লোক বাইরে চলে আসে। আগুন জ্বালিয়ে কোনো মতে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে।

বনবিভাগের গোপালপুর বিট অফিসার বলেন, বনবিভাগের কার্যালয়টি যেভাবে নষ্ট করেছে তাতে এখন আর থাকার অবস্থা নেই। রান্না করার চুলা ও পানির ট্যাংকসহ ঘরের আসবাবপত্রও নষ্ট করে দিয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে বিট অফিসের বিল্ডিং মেরামত না করলে অফিসের কাজ করা কষ্টকর হয়ে পড়বে।

(ঢাকাটাইমস/২৪জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :