গ্যাস সিলিন্ডারে ৩৭৫ বোতল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ৩০ জুন ২০২০, ২০:৫২
অ- অ+

টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকা থেকে প্রাইভেটকারের ভিতরে গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ কর্মকর্তা মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত প্রেস বিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাট জেলার বিষ্ণপুর এলাকার মো. সাইদী (২২) ও মো. বাবলু প্রামানিক।

র‌্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারে থাকা ৩৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতরে দীর্ঘদিন যাবত ফেনসিডিল নিয়ে টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন জেলায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বোয়ালমারীতে মাদক কারবারি গ্রেপ্তার
জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা