কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৮:০০
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বর্ষার ছোঁয়ায় পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা বেড়েছে। ফলে থেমে থেমে চলছে ফেরি। কখনো সম্পূর্ণ বন্ধ আবার কখনো স্রোতের পরিস্থিতি বুঝে ধীর গতিতে চলছে। এতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। বেশকিছু দিন ধরেই পদ্মার চলমান চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছিলো। এতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে নৌরুটে। অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়ের পরেও স্বাভাবিক ভাবে চলছে না ফেরি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, তীব্র স্রোতে ফেরি থেমে থেমে চলায় কাঁঠালবাড়ি ঘাটে প্রায় ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ি আটকে আছে। ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (৩০ জুন) বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি প্রায় দেড় দিন ডুবোচরে আটকে ছিলো। ফেরিটি উদ্ধারের পর সাবধানতার সাথে থেমে থেমে স্রোতের পরিস্থিতি বুঝে ফেরি চলাচল করছে।

এদিকে ফেরি থেমে থেমে চলার কারণ কি জানতে চাইলে কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন ঢাকাটাইমসকে বলেন, পদ্মায় তীব্র স্রোতে ফেরি তার গন্তব্য পথ ঠিক রাখতে ব্যর্থ হয়। স্রোতে ভাসিয়ে নিয়ে যায় পদ্মার বিভিন্ন ডুবোচরে। সেখানে আটকে থাকে ঘন্টার পর ঘন্টা।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, 'স্রোতের কারণে কখনো সম্পূর্ণ, আবার কখনো স্রোতের বেগ বুঝে সীমিত আকারে ফেরি চলাচল করছে।’

(ঢাকাটাইমস/৪জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা