কঙ্গনাকে একহাত নিলেন পূজা

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১০:২৯

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড স্বজনপোষণ বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আওয়াজ তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি আঙ্গুল তুলেছেন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকা ও প্রযোজনা প্রতিষ্ঠানের দিকে। বিশেষ করে, কঙ্গনার নিশানায় পরিচালক-প্রযোজক মহেশ ভাটের মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস এবং করণ জোহারের ধর্মা প্রোডাকশন।

স্বজনপোষণ বিষয়ে মহেশ-করণরা কঙ্গনার নানা বিস্ফোরক মন্তব্য সহ্য করলেও একটু দেরিতে হলেও মুখ খুললেন অভিনেত্রী পূজা ভাট। তিনি বলিউডের নামী পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের বড় মেয়ে এবং অভিনেত্রী আলিয়া ভাটের দিদি। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ট্যুইট করেছেন। তার একটিতে মার্জিত ভাষায় কঙ্গনার অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছেন। সঙ্গে এটাও মনে করিয়ে দেন যে, কঙ্গনাকে তার বাবাই লঞ্চ করিয়েছিলেন।

পূজা তার ট্যুইটে লিখেছেন, ‘একটা সময় অভিযোগ ছিল, ভাটরা শুধু নতুনদের সঙ্গে কাজ করে। অর্থাৎ নতুন শিল্পীদের সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত তারকাদের সমস্যা তৈরি করে এবং হেয় করে। তারকাদের পেছনে ছোটে না। যেসব ব্যক্তিরা এসব অভিযোগ তুলতো, এখন তারাই আবার স্বজনপোষণ নিয়ে গলা ফাটাচ্ছেন।’

তিনি বলেন, অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেছিলেন কঙ্গনা। সেই ছবির প্রযোজক ছিলেন আমার বাবা মহেশ ভাট। তিনিই কঙ্গনাকে সুযোগ করে দিয়েছিলেন ‘গ্যাংস্টার’-এ অভিনয়ের। তিনি তো বলিউডের কেউ ছিলেন না। বাইরে থেকে এসেছিলেন। তিনি যদি প্রতিভাবান না হতেন তাহলে কিছুতেই সুযোগ পেতেন না। আজ সেই কঙ্গনাই স্বজনপোষণ নিয়ে কথা বলছেন।’

মহেশ ভাট পরিচালিত ও প্রযোজিত মুক্তি প্রতিক্ষীত ‘সড়ক টু’ ছবি নিয়েও কথা বলেন পূজা ভাট। বলেন, ‘এই ছবিতে একজন নতুন প্রতিভাকে বাবা সুযোগ দিচ্ছেন। না সুনীল জিৎ। তিনি চন্ডীগড়ের একজন শিক্ষক। সাক্ষাতের জন্য কোনো সময় না নিয়ে, শুধু স্বপ্ন, একটি হারমোনিয়াম ও ‘ইশক কামাল’ শিরোনামে একটি চমৎকার গান নিয়ে আমাদের অফিসে এসেছিলেন। বাবা প্রথম শুনেই সেটি তার সিনেমায় যুক্ত করেন।’

কারো নাম উল্লেখ না করে পূজা সাবধান করে দেন, ‘স্বজনপোষণ শব্দ দিয়ে অন্য কাউকে অপমান করার চেষ্টা করুন, কিন্তু আমার বাবাকে নয়। তিনি সবসময় নতুনদের সুযোগ করে দিয়েছেন, এখনো দিচ্ছেন। দীর্ঘদিন ধরে যারা আমাদের মাধ্যমে সিনেমা জগতে এসেছেন, তারা জানেন আমাদের মূল উদ্দেশ্য কী। আর তারা যদি এটি ভুলে যায় তাহলে সেটা তাদের ব্যর্থতা, আমাদের নয়। সবাই ভালো থাকুন।’

ঢাকাটাইমস/০৯জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :