অফিসের ফা‌র্নিচার ঘরেই

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৫:২৬
অ- অ+

করোনার থাবায় নিস্তব্ধ পুরো দেশ। এমন সময়ে দেশের অর্থনৈতিক চাকা সচল করতেই বাসায় থেকে অফিসের কাজ করার সিদ্ধান্ত নেয় অনেক প্রতিষ্ঠান। যদিও প্রতিষ্ঠান কিংবা কর্মচারীদের জীবনযাত্রা ও কাজের সাথে আকস্মিক পরিবর্তন মানিয়ে নিতে কঠিন হচ্ছে, তার পরেও যত দিন এই মহামারি নিয়ন্ত্রণে না আসছে, তত দিন সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ অতীতের চেনা কাজ-কর্মে ফেরা হবে না। সেজন্যই বাসায় বসে অফিসের কাজ করার পরিবেশ ফিরিয়ে আনতে ফার্নিচার ভিত্তিক প্রতিষ্ঠান ইশো নিয়ে এসেছে ‘ওয়ার্ক ফর্ম হোম’ ফার্নিচার।

‘ওয়ার্ক ফর্ম হোম’ ফার্নিচারে রয়েছে উদ্ভাবনী সব শৈল্পিক নকশা আর প্রযুক্তির সমাহার।

এই ফার্নিচারগুলো হচ্ছে, এক্সিকিউটিভ চেয়ার, ওয়ার্ক স্টেশন, স্টাডি টেবিল ও ট্রেস। যেখানে রাখা যাবে ল্যাপটপসহ বিভিন্ন ধরনের বই। আর এসব পণ্যের মধ্যে গ্রাহক পাচ্ছে ১০% ছাড়।

এছাড়াও এই অফারে অন্তর্ভুক্ত রয়েছে ইশো’র স্মার্ট সিরিজের বেশ কয়েকটি পণ্য। এসব প্রযুক্তি চালিত ফার্নিচারগুলোতে গ্রাহকরা পাবেন সমন্বিত চার্জিং কার্যকারিতার সুবিধা।

পরিস্থিতি কিংবা প্রয়োজনের তাগিদে হলেও সবাই ‘ওয়ার্ক ফর্ম হোম’ এর সাথে মানিয়ে নিতে চেষ্টা করছে, এর ভালো-মন্দ দিকগুলো সম্পর্কে অবগত হচ্ছে। এসবের মাঝেও বাসাটাকে অফিসের পরিবেশে সাজিয়ে নিতে প্রয়োজন নিখুত জায়গায় নিখুত ফার্নিচার। আর সেই সঠিক জায়গায় শৈল্পিক সব নকশা দিয়ে হোম অফিস নির্মাণ করার সুযোগ দিচ্ছে ইশো’র এই নতুন ফার্নিচার।

(ঢাকাটাইমস/১০ জুলাই/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত 
ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ
রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা