শোয়েব চৌধুরীর কথায় ‘হ্যাকড লাভ স্টোরি’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ১২:১৬| আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:২৭
অ- অ+

করোনার কারণে তিন মাসেরও বেশি সময়ের বিরতির পর আবার কাজে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের মানুষ। পিছিয়ে নেই সংগীতাঙ্গনও। প্রতিনিয়ত স্টুডিওতে চলছে নতুন গানের রেকর্ডিং। তারই ধারাবাহিকতায় ক্রাউন মিউজিকের ব্যানারে সম্প্রতি সম্পূর্ণ হলো ঈদ স্পেশাল ফিকশন ‘হ্যাকড লাভ স্টোরি’ গানের রেকর্ডিং।

শোয়েব চৌধুরীর কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন। সংগীতায়োজন করেছেন রানা আকন্দ। ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে ঈদের জন্য নির্মিত ফিকশনটি পরিচালনা করেছেন আবু হায়াৎ মাহমুদ। সেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, তানিয়া বৃষ্টি, মিশু সাব্বির সহ অনেকে।

গানটি প্রসঙ্গে গীতিকার-সুরকার শোয়েব চৌধুরী বলেন, ‘ঈদের জন্য নির্মিত একটি ফিকশনের জন্য গানটি করা হয়েছে। গানের কথায় একটা দরদ আছে। সব দিক মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতারা গানটি বেশ উপভোগ করবেন।’

রানা আকন্দ বলেন, ‘গানের কথাগুলোর প্রতিটি শব্দে একটা মায়া আছে। সুরও চমৎকার। শিল্পী মনির হোসেনের গায়কীতে দরদ ছিল। আমিও চেষ্টা করেছি যত্ন নিয়ে গানটিকে যথাসম্ভব ভালো করতে। বর্তমান সময়ে গানটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে। আশা রাখছি, দর্শক নিরাশ হবে না।’

ঢাকাটাইমস/১৯জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা