অলিম্পিক ফিগার স্কেটার একাতেরিনার মৃত্যু

মাত্র ২০ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান ফিগার স্কেটার একাতেরিনা আলেক্সান্দোভস্কয়া। অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকে অংশ নেওয়া জন্মসূত্রে রাশিয়ান এই স্কেটার মস্কোতে মারা যান।
ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়নের (আইএসইউ) ওয়েবসাইটে সংস্থাটির প্রেসিডেন্ট জ্যান ডিজকেমা একটি বিবৃতিতে বলেন, ‘একাতেরিনার মৃত্যুসংবাদ আমাদের হতবাক করেছে। তিনি একজন প্রতিভাবান পেয়ার-স্কেটার ছিলেন। আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। তবে রাশিয়ার সংবাদমাধ্যমে খবর, একটি নোট রেখে গিয়েছেন একাতেরিনা, যাতে লেখা রয়েছে ‘Lyublyu’ (I love)। স্বাভাবিকভাবেই তার মৃত্যুকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ।
২০১৬ সালে অস্ট্রেলিয়ান স্কেটার হারকে উইন্ডসরের সঙ্গে ফিগার স্কেটিংয়ে জুটি বাঁধেন একাতেরিনা। উইন্ডসর এই জুটির একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেন, ‘কাতিয়ার (একাতেরিনার ডাকনাম) অকস্মাৎ মৃত্যুসংবাদে আমি বিপর্যস্ত। আমার কেমন লাগছে- তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা দুজনে একসঙ্গে যা অর্জন করেছি, তা কখনোই ভুলতে পারব না।’
(ঢাকাটাইমস/২১ জুলাই/এআইএ)

মন্তব্য করুন