শিমুলিয়ায় ফেরিঘাট পদ্মায়, ভেসে গেছে পল্টুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৯:০৮
ফাইল ছবি

পদ্মায় তীব্র স্রোতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরীঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে নদী ভাঙন শুরু হলে ভাঙনের কবলে বিলীন হয়েছে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া নদী বন্দরের ৩নং ফেরিঘাটসহ ঘাট এলাকার ১০০মিটার অংশ। ভেঙে গেছে নদী সংলগ্ন একটি মসজিদসহ বেশকিছু স্থাপনা।

বিলীন হওয়া ফেরিঘাটটি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে চলাচলাকারী রোরো (বড়) আকৃতির ফেরির জন্য ব্যবহার করা হলেও নদী ভাঙনের কবলে তা বন্ধ হয়ে গেছে।

শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, দুপুর থেকে নদী ভাঙন শুরু হয়। ৩নং ফেরি ঘাটটি পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ ঘাট রো রো (বড়) আকৃতির ফেরির জন্য ব্যবহার করা হতো। ঘাটের পল্টুন নদীর অনেক দূরে ভেসে গেছে। ফেরি মুখদুমের সাহায্যে পল্টুনটিকে আপাতত নদীতে নোঙর করে রাখা হয়েছে। এই ঘাট দিয়ে আর কোন গাড়ি পারাপারে সুযোগ নেই। ভাঙন বাড়লে ক্ষয়ক্ষতি আরো বাড়বে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :