মুজিব শতবর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০০ বৃক্ষ রোপণ

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ প্রকার ১০০টি বৃক্ষ রোপণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চার দিনব্যাপী চলমান এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে পররাষ্ট্র ভবন প্রাঙ্গণ, ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা, রাষ্ট্র্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনা প্রাঙ্গণে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী এসব গাছের চারা রোপণ করা হয়।
গত ২৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাষ্ট্র্রীয় অতিথি ভবন যমুনায় এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন । এ কর্মসূচিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এনআই/ইএস)

মন্তব্য করুন