মাংস বেচে কদিনের অন্ন জোগাড়ের চিন্তা তাদের

ঈদের দিন দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থানে এবারও সংগ্রহ করা মাংস বিক্রি করছেন নিম্ন আয়ের অনেকে। সকালে কোরবানির পশু কাটাকুটি করে বা বিভিন্ন বাড়ি থেকে যে মাংস পেয়েছেন টাকার জন্য তা-ই বিক্রি করে দিচ্ছেন তারা।
ঈদের দিন শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এমন মৌসুমি মাংস বিক্রেতার দেখা মিলেছে। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, বেড়িবাঁধ, শিয়া মসজিদ মোড়, শ্যামলি, কৃষি মার্কেট, কল্যানপুর, ধানমন্ডি, কলাবাগান, নীলক্ষেত এলাকায় মাংস বিক্রির এমন চিত্র দেখা গেছে।
তারা মাংস ভেদে প্রতি কেজি চারশ থেকে সাড়ে পাঁচশ টাকায় বিক্রি করছেন। নিম্ন কিংবা নিম্ন মধ্যবিত্তদের অনেককে সেসব মাংস কিনে নিতে দেখা গেছে।
মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের শাহজাহান ঢাকা টাইমসকে বলেন, 'সকালে দুইটা গরু কাটছি। ভালই মাংস দিছে। আমগো তো আর বাসায় ফ্রিজ নাই, যে রাইখা রাইখা খামু। তাই বিক্রি করতাছি।'
কল্যানপুরের দুলাল মিয়া বলেন, ‘এক কেজি মাংস পাঁচশ টাকা। রান্না করলে দুই বেলাই খাওয়া যায়। বিক্রি করলে পাঁচশ টাকায় আমগো তিন দিনের বাজার হইব।’
প্রতিবারের মতো এবারও বিভিন্ন এলাকার রাস্তার পাশে ও মোড়ে মোড়ে এসব মাংস কিনতে ভিড় করছেন অনেক মধ্য ও নিম্নবিত্ত মানুষ। কাউকে কাউকে দুই থেকে দশ কেজি পর্যন্ত মাংস কিনতে দেখা গেছে।
শ্যামলী এলাকায় মাংস কিনতে আসা মিজানুর রহমান ঢাকা টাইমসকে বলেন, 'গতবছর কয়েকজন মিলে ভাগে কোরবানি দিয়েছিলাম। এবার আর্থি সংকটের কারণে দেওয়া হয়নি। তবে কোরবানির মাংস খেতে তো মন চাই৷ তাই ভাল মাংস দেখে কয়েক কেজি কিনেছি।’
(ঢাকাটাইমস/০১আগস্ট/কারই/ডিএম)

মন্তব্য করুন