ভূঞাপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘জেনে-বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক কার্তিক দেবনাথ, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সহসভাপতি আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, আখতার হোসেন খান, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন, ইব্রাহীম ভূইয়া, আল-আমিন শোভন, ফরমান শেখ, মামুন সরকার, আরিফুজ্জামান তপু প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএল)

মন্তব্য করুন