সৌমিত্র শেখরের কবিতা

পাইপ তামাক অগ্নি
.
সব তামাকে বড়ো ক্ষতি নেই বোধকরি; ক্ষতি হয় বন্ধু না-চেনায়
পাইপের মুখে আগুন খুসে দিলেই
টানের বহরে যে তামাক অগ্নিকে করে আলিঙ্গন
সে তোমার কত বড়ো করবে ক্ষতি, অবন্ধুর চেয়ে?
বাতাসে উড়বে ধোঁয়া---
নাকে-মুখে আসবে বেরিয়ে
উড়ে যাবে অধূমপায়ীর নাকেও, মিষ্টি আবেশ নিয়ে--
ধেয়ে আসবে না তারা কোনো দিনও
উগ্রবাদী মিছিল থেকে লাঠি-সড়কি হাতে তকমা দেয়া ধার্মিকের মতো;
ছুঁড়বে না ঢিল প্রাণপণে সৌধের দিকে
টানবে না বলাকা বা লালন ভাস্কর্যের পা ধরে, হেইও!
.
কতবার দিয়েছিলে টান পাইপের নলে
কতবার ছেড়েছিলে ধোঁয়া সুনীল গগনে
কতবার ঘষেছিলে দেশলাই-কাঠি; মনে আছে?
কেইবা মনে রাখবে এসব--
পাইপের টান;
ধোঁয়ার বিস্তার;
কাঠির ঘর্ষণ!
কেউ কি গুনে রাখে শ্বাস-প্রশ্বাসের অঙ্কটা?
কেউ কি সিঁড়ি গোনে, নিচ থেকে তলা-তলার; গুনেছিলে?
.
তাই যখন তুমি বত্রিশ নম্বরে গুলির শব্দ মোকাবিলা করলে বজ্রকণ্ঠ দিয়ে
সিঁড়ি ভেঙে নেমে এলে সিংহের মতো গগন বিদারী হুংকারে,
বললে: নিচে কে, কে গুলি ছোঁড়ে?
পাপীদের বন্দুক থেকে তৎক্ষণাৎ ধেয়ে এলো বারুদভরা এক ঝাঁক সিসা
বুক পেতে দিলে তুমি-- তুমিই বাংলাদেশ!
.
হাত থেকে খসে গেলো পাইপ; অগ্নিহীন ধোঁয়াহীন
হয়তো তামাকও তখন পুড়ে ছাই, একাকার--
এক নদী রক্ত ধীরে ধীরে নেমে এলো সিঁড়ির গাত্র বেয়ে;
তোমার স্থির চোখের দিকে তখনও তাকাতে
সাহস করেনি সেই পাষণ্ড সিমারের দল!
তামাক তো তোমাকে মোটেও করেনি ক্ষতি
পাইপের আগুন তোমাকে দেয়নি একটুও বিড়ম্বনা--
ফিদেল ক্যাস্ট্রো আর চে-র ঠোঁটে যেমন মানিয়ে যায় হাবানাচুরুট
তুমিও পাইপে মানিয়েছিলে অসাধারণ!
পাইপ-তামাক-অগ্নি মোটে অসহায় করেনি তোমাকে--
বড়ো ক্ষতি হলো অবন্ধু না-চেনায়;
গুলির সম্মুখে তাই পেতে দিলে বুক;
বক্ষ পেতে দিলে আমার বাংলাদেশ!
.
লেখক: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন