মানিকগঞ্জের চার উপজেলা শতভাগ বিদ্যুতায়ন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:৩২ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৭:১৩

মুজিববর্ষে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের চারটি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের সদর, শিবালয়, দৌলতপুর ও সিংগাইর উপজেলাকে ‘শতভাগ বিদ্যুতায়ন’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও একজন শিক্ষকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া ও হরিরামপুর এই তিনটি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়। বৃহস্পতিবারের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে জেলার আর কোনো উপজেলা বিদ্যুৎ সুবিধার বাইরে রইল না।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :