ভারতের দুই কলেজের মেধা তালিকায় সানি লিওন!

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১১:০০| আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১১:০৭
অ- অ+

সানি লিওন। যাকে সবাই বলিউড অভিনেত্রী এবং সাবেক পর্ন তারকা হিসেবে চেনেন। সেই সানির নামই কিনা ভারতের স্বনামধন্য দুটি কলেজের মেধা তালিকায়! এই খবরে চোখ কপালে উঠেছে দুই কলেজের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীসহ অভিনেত্রীর ভক্তদেরও।

বৃহস্পতিবার প্রকাশ হয় আশুতোশ কলেজের ইংরেজি বিভাগের মেরিট লিস্ট। সেখানে একেবারে প্রথমে দেখা যায় সানি লিওনের নাম। ওই মেরিট লিস্ট প্রকাশ পেতেই হইচই পড়ে যায়। কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ ইচ্ছা করেই এমন কাজ করেছে। কারণ অনলাইনে ফর্ম ফিলআপের সময় কারও নাম যাচাই করা হয়নি। পুরোটাই সিস্টেম জেনারেটেড।

তারা আরও জানান, অনলাইন ফর্মের জন্য কোনো দামও ধার্য করা হয়নি। তাই এসব ভুলভাল নামে ফর্ম জমা করেছে কেউ বা কারা! মেধা তালিকার শীর্ষে সানি লিওনের নাম প্রকাশ পেতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এদিকে শুক্রবার প্রকাশিত আশুতোষ কলেজের দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের ২০২০-২১ বর্ষের ইংলিশ অনার্সের মেধা তালিকায়ও রয়েছে সানি লিওনের নাম। সেই তালিকার ১৫১ নম্বরে রয়েছে সানির নাম। তবে এই লিস্ট কলেজে টাঙানো নেই। কলেজের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা