হাসপাতালে মাদক সেবন, যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ২১:২৬
অ- অ+

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভেতরে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জুয়েল রানা (২৭) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দণ্ডিত ব্যক্তি ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারি হঠাৎপাড়া এলাকার আইনুল হকের ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, দণ্ডিত ব্যক্তিসহ চারজন দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কম্পাউন্ডে মাদক সেবন করছিল। হাসপাতালের কয়েকজন স্টাফ দেখতে পেয়ে তারা তাদের বাঁধা দেয়। কিন্তু মাদক সেবীরা তাদের বিধি নিষেধ তোয়াক্কা না করলে স্টাফরা জুয়েল রানা নামে একজনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এসে সদর থানা পুলিশের সহায়তায় আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতার আদালতে প্রকাশ্যে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
কক্সবাজারে পিটার হাসের সাথে হাসনাত ও সারজিসদের বিশেষ সাক্ষাৎ, কারণ কী?
তারেক রহমানের শক্তহাতে বিএনপি টিকে আছে: জয়নুল আবদিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা