‘বিজিবিতে স্মরণীয় হয়ে থাকবেন সি আর দত্ত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৮
অ- অ+

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ রাইফেলসের প্রথম মহাপরিচালক মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত), বীর উত্তমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ কালীমন্দির, সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম যোগদান করেন।

মেজর জেনারেল সি আর দত্তের মরদেহ রাজারবাগ কালীমন্দির মহা-শ্মশানে পৌঁছলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সি আর দত্তের মরদেহে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সীমান্তরক্ষী বাহিনী গঠনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে বিজিবি মহাপরিচালক বলেন, সি আর দত্ত ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। তিনি আমৃত্যু দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় কাজ করে গেছেন। বিজিবির প্রতিটি সদস্যসহ বাঙালি জাতি তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রসঙ্গত, মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম গত ২৫ আগস্ট সকাল সাড়ে নয়টার সময়ে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গতকাল তার মরদেহ দেশে আনা হয়।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে খান রসালো ফল লিচু, হার্টের স্বাস্থ্য ভালো থাকবে
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা